‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন একুশে টিভির জাবি কন্ট্রিবিউটর
প্রকাশিত : ১০:০০, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০১, ৭ ডিসেম্বর ২০২৫
প্রজাপতি সংরক্ষণ, বন্যপ্রাণী ও প্রকৃতি নিয়ে সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন একুশে টেলিভিশনের (ইটিভি) কন্ট্রিবিউটিং রিপোর্টার আহসান হাবীব।
শুক্রবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত ১৫তম প্রজাপতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘ব্রডকাস্ট (ভিডিও রিপোর্ট)’ ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রজাপতি মেলা নিয়ে একুশে টেলিভিশনে প্রচারিত একটি বিশেষ ভিডিও প্রতিবেদনের (https://youtu.be/-naZvlrD3m8?si=vUfG4S1UuLEVnio3) জন্য বিচারকমণ্ডলী তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেন।
আহসান হাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান কমিটির কার্যকরী সদস্য।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তরুণ সাংবাদিক আহসান হাবীব বলেন, “কাজের স্বীকৃতি সবসময়ই নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই পুরস্কার আমাকে বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে সাংবাদিকতায় আরো দায়িত্বশীল করবে।”
পরিবেশ ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “জীববৈচিত্র্য রক্ষায় কেবল জনসচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে ‘সংরক্ষিত এলাকা’ বা অভয়াশ্রম গড়ে তোলার দিকে আমাদের নজর দিতে হবে। সংরক্ষিত এলাকা ছাড়া বিপন্ন প্রজাতিগুলোকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বন বিভাগ, আইইউসিএন-সহ দেশের প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে ২০১০ সাল থেকে প্রতিবছর এই মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।
এএইচ
আরও পড়ুন










